গাজীপুরে ২ ট্রেনের সংঘর্ষে বগি লাইনচ্যুত


ঢাকা বিজনেস ডেস্ক , : 03-05-2024

গাজীপুরে ২ ট্রেনের সংঘর্ষে বগি লাইনচ্যুত

গাজীপুর জয়দেবপুর রেলওয়ে জংশন (কাজীবাড়ী) এলাকায় টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে  ৬ বগি লাইনচ্যুত হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনমাস্টার হানিফ মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, যে ট্রেনটি অপেক্ষায় ছিল সেটি তেলবাহী ট্রেন ছিল। তবে যাত্রীবাহী যে ট্রেন ছিল সেই ট্রেনে কোনো যাত্রী আটকা পড়েনি। শুক্রবার বন্ধের দিন থাকায় টাঙ্গাইল কমিউটার ট্রেনে তেমন যাত্রী ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনম্যানের সঠিক ক্লিয়ারেন্স না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকারী ট্রেন এখনো ঘটনাস্থলে পৌঁছেনি।

জয়দেবপুর রেলস্টেশনের ঢাকামুখী আউটার সিগন্যালে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ সদস্যরা দুর্ঘটনাকবলিত ট্রেনে পরিদর্শন করছেন। পড়ে যাওয়া ট্রেনের বগিতে কোনও যাত্রী আছে কিনা সেটিও দেখছেন তারা। মালবাহী ট্রেনের গার্ডম্যান আহত হয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস।

টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যাল (কাজীবাড়ী) এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঢাকা রেলওয়ের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, দুর্ঘটনার পর থেকে ওই রুটে কোনও ট্রেন চলছে না। দুপুরের পরে ওই রুট দিয়ে ট্রেন চলাচল করবে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চল রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

দুর্ঘটনার পর উৎসুক জনতা ভিড় করায় উদ্ধারকর্মীদের কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে বলেও জানায় রেলওয়ে পুলিশ।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com