তীব্র গরমে হিলিতে শ্রমজীবীরা বিপাকে


আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর , : 27-04-2024

তীব্র গরমে হিলিতে শ্রমজীবীরা বিপাকে

দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। দিনাজপুরের হিলিতে তীব্র গরমে নাকাল হয়ে পড়েছে মানুষ। বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। অটোবাইক-চালকেরা বাইক নিয়ে বের হলেও গরমের কারণে মানুষ ঘর থেকে বের না হওয়ায় যাত্রী পাচ্ছেন না। প্রচণ্ড রোদ উপক্ষো করেই বন্দর অভ্যন্তরে ফাঁকা মাঠে লোড-আন লোডের  কাজ করতে হচ্ছে শ্রমিকদের। রাস্তা-ঘাট প্রায় জনশূন্য। কাজ ছাড়া কেউই বের হচ্ছে না। 

অটোবাইক-চালক মো. হারুনুর রশিদ বলেন, ‘প্রচণ্ড রোদ। রোদের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। কিন্তু আমাকে তো জীবিকার তাগিদে অটো নিয়ে বের হতে হয়েছে। সকাল থেকে রাস্তা-ঘাট প্রায় জনশূন্য। যাত্রী মিলছে না। দুপুর ১টা পর্যন্ত মাত্র ১৫০ টাকা আয় হয়েছে। দেখি এখনো দিনের অর্ধেক সময় বাকি আছে। বিকেল রোদ কমলে হয়তো যাত্রী বাড়তে পারে।’

বন্দর শ্রমিক মো. জালাল উদ্দিন বলেন, ‘আমরা বন্দরের নিয়মিত শ্রমিক। কাজ থাক আর না থাক হাজিরা দিতে হয়। আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯ টায় বন্দরে এসেছি। কিন্তু রোদের কারণে কাজ করা যাচ্ছে না। কিছুক্ষণ কাজ করার পর বিশ্রাম নিতে হচ্ছে। পান করতে হচ্ছে তরল পানীয়। ফের যোগ দিতে হচ্ছে কাজে।’

জালাল উদ্দিন আরও বলেন, ‘আমরা যদিও বন্দরের নিয়মিত শ্রমিক। কিন্তু কাজ না থাকলে মজুরি মেলে না। তাই প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করেই থেমে থেমে কাজ করতে হচ্ছে।’ 

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় ৩৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।’ 

ঢাকা বিজনেস/এনই/

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com