হিলিতে ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ


দিনাজপুর প্রতিনিধি , : 25-04-2024

হিলিতে ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ

দিনাজপুরের হিলিতে কৃষি প্রণোদনার আওতায় আউশ ধান, পাট ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন কৃষকেরা মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২ টায় কৃষি অফিসের হলরুমে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল নাহার, কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম প্রমুখ। 

কৃষি অফিসার আরজেনা বেগম ঢাকা বিজনেসকে বলেন, এবছর কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৪০০ জন কৃষককে ১০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে পটাশ সার, ৫ কেজি করে আউশ ধানের বীজ ও ১ কেজি করে পাট বীজ দেওয়া হয়েছে।’

ঢাকা বিজনেস/বুলু/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]