হঠাৎ বেগুনের গুণ বেড়েছে, আদার বেড়েছে ঝাঁজ


আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর , : 25-04-2024

হঠাৎ বেগুনের গুণ বেড়েছে, আদার বেড়েছে ঝাঁজ

দিনাজপুরের হিলিতে ৩ দিনের ব্যবধানে বেগুন, করলা, পটলসহ সব ধরনের সবজির দাম বেড়েছে। প্রতিটি সবজির দাম বেড়েছে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত। ৪০ টাকা কেজি দরের বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ৩০ টাকা কেজি দরের করলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ৪০ টাকা কেজি দরে পটল বিক্রি হচ্ছে ৫০ টাকায়।  তবে বেশি বেড়েছে আদার দাম। এক সপ্তাহ আগে প্রতিকেজি আদা ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। হঠাৎ সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।  

বাজারে সবজি কিনতে এসেছেন ধরন্দা গ্রামের সাধন কুমার । তিনি বলেন, ‘সব ধরনের সবজির দামই বেড়েছে। ৩ দিন আগে করলা কিনেছি ৩০ টাকা কেজি দরে। আজ সেই করলা কিনতে হলো ৬০ টাকায়। পটল ছিল ৪০ টাকা কেজি। আজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।’

আরেক ক্রেতা কালিগঞ্জ গ্রামের মো. ছনোয়ার হোসেন বলেন, ‘আলু ছাড়া প্রায় সব সবজির দামই বেড়েছে। ৩ দিন আগে প্রতিকেজি বেগুন কিনেছি ৪০ টাকায়।  আজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আদার কেজি ছিল ২০০ টাকা। আজ বিক্রি হচ্ছে ২৪০ টাকা। তবে আলুর দাম ৫০ টাকা কেজি ও পেঁয়াজের দাম ৫০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে।’ 

সবজি বিক্রেতা মো. সাদ্দাম হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘কিনতেই দাম বেশি পড়লে আমরা কী করবো? আগে ১৮০ টাকা কেজি দরে আদা কিনে ২০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এখন প্রতিকেজি আদা কিনতে পড়ছে ২২০ টাকা। আর পাইকারি বিক্রি করছি ২৩০ টাকা কেজি। খুচরা বিক্রেতারা বিক্রি করছেন ২৪০ টাকা কেজি দরে।’

সাদ্দাম হোসেন আরও বলেন, ‘বেগুনতো ২০ টাকা কেজি দরেও বিক্রি করেছি। ৩ দিন আগেও বিক্রি করেছি ৪০ টাকা কেজি দরে। আজ কিনতে পড়ছে ৫০ টাকা কেজি দরে। আর বিক্রি করছি ৬০ টাকা কেজি দরে। তবে আলু ও পেঁয়াজের দাম আগের মতোই আছে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

/ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]