মডার্ন পাইথিয়ান গেমস বাংলাদেশের ঈদ-পুনর্মিলন


স্টাফ রিপোর্টার , : 23-04-2024

মডার্ন পাইথিয়ান গেমস বাংলাদেশের ঈদ-পুনর্মিলন

‘মডার্ন পাইথিয়ন গেমস বাংলাদেশ’-এর ঈদ পুনর্মিলনী এবং পরামর্শ সভা অনুষ্ঠিত হলো গত শনিবার (২০ এপ্রিল, ২০২৪)। রাজধানীর আগারগাঁয়ে অনুষ্ঠিত এই সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ইন্টারন্যাশনাল পাইথিয়ন গেমস কমিটির সেক্রেটারি জেনারেলের বাংলাদেশ সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডার্ন পাইথিয়ন গেমস বাংলাদেশের উপদেষ্টা ড. এস কে রেজাউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুনাওয়ার হোসেন কাজমী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ ক্লাব লিমিটেড, ঢাকা এর সভাপতি মো. নাসির উদ্দিন। 

সভায় অন লাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন ইন্টারন্যাশনাল পাইথিয়ন গেমস এবং ইন্টারন্যাশনাল পাইথিয়ন কাউন্সিলের  সেক্রেটারি জেনারেল বিজেন্দার গোয়েল। 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাইথিয়ন গেমস বাংলাদেশের সমন্বয়ক প্রিন্স রিয়াদ, সাধারন সম্পাদক মো. আখতারুজ্জামান, মিডিয়া কমিউনিকেশন পরিচালক আনোয়ার হক, ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল্লাহ, ক্রীড়া বিষয়ক পরিচালক শামসুল ইসলাম, সংষ্কৃতি বিষয়ক কমিটির ড. নীলিমা শীল, শিউলী বালা, সোনিয়া হক, সঙ্গীত শিল্পী ফাহমিদা রত্না, ফিরোজ আলী, ক্রীড়া ধারাভাষ্যকার জামিলুর রহমান প্রমূখ। 

উল্লেখ্য, প্রাচীন গ্রিসে পাইথিয়ন গেমসের প্রচলন ছিল। সভ্যতার সুষ্ঠু বিকাশে এর ব্যাপক ভূমিকা রয়েছে। খেলাধুলা, শরীরচর্চা, সংগীত, সংস্কৃতি, ঐতিহ্য, আর্ট ইত্যাদির সমন্বয়ে গঠিত মডার্ন পাইথিয়ন গেমস। সংস্থাটির ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট গ্রিসের নাগরিক। 

আধুনিক অলিম্পিক গেমস যেমন গ্রিস থেকে শুরু হয়েছিল, তেমনি মডার্ন পাইথিয়ন গেমসের আন্তর্জাতিক আসরও শুরু হতে যাচ্ছে গ্রিস থেকে। অলিম্পিকের মতোই বিশাল পরিসরে ২০২৭ সাল থেকে মডার্ন পাইথিয়ন গেমস শুরুর প্রস্তুতি নিয়ে কাজ করছে সংস্থাটি। 

ঢাকা বিজনেস/এনই


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com