ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ১২ জঙ্গি নিহত


ঢাকা বিজনেস ডেস্ক , : 23-04-2024

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ১২ জঙ্গি নিহত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ জঙ্গি নিহত হয়েছে। এ সময়ে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য আহত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) মিন্দানাও দ্বীপের মাগুইন্দানাও দেল সুর প্রদেশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।  সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, অঞ্চলটি কমিউনিস্ট বিদ্রোহী থেকে শুরু করে ইসলামপন্থী জঙ্গিসহ একাধিক সশস্ত্র গোষ্ঠীর আশ্রয়স্থল।

এদিকে ফিলিপাইনের সেনাবাহিনী বলেছে, বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটার্স-করিয়ালান গ্রুপের নেতা এবং তার ভাই ১০ জন যোদ্ধাসহ নিহত হয়েছে। আহত হয়েছে সাত সেনা।

উল্লেখ্য, ফিলিপাইনের অশান্ত দক্ষিণ এক দশকের পুরনো মুসলিম বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ এবং ইসলামিক স্টেট গ্রুপের প্রতি আনুগত্য ঘোষণা করা চরমপন্থী দলগুলোর আবাসস্থল।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]