নিরাপদ সমাজের বর্ষবরণ


টাঙ্গাইল প্রতিনিধি , : 17-04-2024

নিরাপদ সমাজের বর্ষবরণ

বেসরকারি সংস্থা (এনজিও) নিরাপদ সমাজের উদ্যোগে টাঙ্গাইলে দেলুদয়ার উপজেলার পাথরাইলে অনুষ্ঠিত হলো বর্ষবরণ। বাংলা ১৪৩১ সালকে বরণ করে নিতে ছিল বিভিন্ন আয়োজন। 

পাথরাইলে সংস্থার প্রধান কার্যালয় সাজানো হয় নানা রঙের কাগজ এবং গ্রামীণ চরকি দিয়ে। ছিল মিষ্টি বিতরণ, গ্রামীণ খাবার (মুরলী, সন্দেশ, গজা, আকরি, বাতাসা, কদমা, জিলেপি, নিমকি ইত্যাদি) এবং শুভেচ্ছা বিনিময়। বর্ষবরণের ওপর ছিল আলোচনা। 

অনুষ্ঠানে অংশ নেন নিরাপদ সমাজ পরিচালনা কমিটির সভাপতি নুসরাত জাহান ইভা, সাধারণ সম্পাদক অমূল্য ঘোষ, নির্বাহী পরিচালকের উপদেষ্টা, ভিসতার পরিচালক ও ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম, নির্বাহী পরিচালক জয়দেব গোপ, পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম দিপু প্রমুখ।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com