গোল উৎসবের ম্যাচে এমবাপ্পের ৫, পিএসজির জয়


ক্রীড়া ডেস্ক , : 24-01-2023

গোল উৎসবের ম্যাচে এমবাপ্পের ৫, পিএসজির জয়

কোপা ডি ফ্রান্সের শেষ ৩২-এর খেলায় সোমবার (২৩ জানুয়ারি) রাতে ৭-০ গোলে কেসেলকে হারিয়েছে পিএসজি। লিওনেল মেসি ছাড়া এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে একাই দিয়েছেন ৫ গোল। অন্য দুটি গোল করেন নেইমার ও কার্লোস সলের।

পিএসজির সামনে দাঁড়াতেই পারেনি কেসেল। দলটিকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে পিএসজি। ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে দশ মিনিটেই সফলতা আসে। কিন্তু অফসাইডের কারণে এমেবাপ্পের সেই চেষ্টা বিফল হয়। খেলায় প্রথম গোল আসে ২৯ মিনিটে। নুনো মেন্দেসের পাস থেকে গোল করেন এমবাপ্পে। 

প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়য়ার্ধেও কেসেলকে চেপে ধরে পিএসজি। এর ফলাফল আসে ৫৬ মিনিটেই। নেইমারের অসাধারণ পাসে বিনা বাধায় গোল করেন এমবাপ্পে। এভাবে এক এক ৭ গোল করেন তারা। 

ম্যাচ শেষে কিলিয়ান এমবাপে বলেন, ‘আমরা এখানে এসেছিলাম প্রতিপক্ষকে সম্মান জানাতেই। সে কারণেই আমরা আমাদের মত সেরা খেলাটাই খেলার চেষ্টা করেছি। এ কারণেই এই ফল হলো এবং আমরা এতে খুব খুশি। তবে তাদের জন্যও এটা ছিল দারুণ এক সুযোগ, সর্বোচ্চ পর্যায়ে খেলার।’

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]