ইসরাইল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে সতর্কবার্তা দিলো ইরান


আন্তর্জাতিক ডেস্ক , : 15-04-2024

ইসরাইল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে সতর্কবার্তা দিলো ইরান

ইসরায়েলের সঙ্গে তেহরানের সংঘাত থেকে “দূরে থাকতে” যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে ইরান। সিরিয়ার রাজধানী দামেস্কো কনস্যুলেট ভবনে ভয়াবহ হামলার প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ওয়াশিংটনকে এমন সতর্ক করল। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের জাতিসংঘ মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেছে, “ইরানের এমন সামরিক পদক্ষেপ আমাদের দামেস্কোর কূটনৈতিক প্রাঙ্গণে ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের পাল্টা জবাব ছিল।”

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে ইরানইসরায়েলে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে ইরান

এ ক্ষেত্রে তারা সতর্ক করে বলেছে যে, “ইসরায়েল সরকার আরেকটি ভুল করলে সে ক্ষেত্রে ইরানের জবাব আরও কঠোর হবে। এটি ইরান এবং দুর্বৃত্ত ইসরায়েল সরকারের মধ্যে একটি সংঘাত। এমন সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে অবশ্যই দূরে থাকতে হবে!”

বার্তায় বলা হয়েছে, “ইরান আশা করে যে, তাদের কূটনৈতিক মিশনে হামলার শাস্তি দেওয়ার জন্য তাদের পদক্ষেপটি আর বাড়বে না এবং বিষয়টি শেষ বলে মনে করা যেতে পারে।”

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কোতে ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালায় ইসরায়েল। এতে সাতজন নিহত হয় বলে দাবি করে ইরান রেভ্যুলেশনারি গার্ডস। নিহতদের মধ্যে এলিট ফোর্স কুদসের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং তার সহযোগী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি-রহিমিও ছিলেন।

ইরানের বিপ্লবী গার্ডস ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেয় যে, তারা ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তার প্রতিশোধ নেওয়া হবে। ইরান বলেছে, তেহরান তাদের কূটনৈতিক মিশনে হামলার পর “আত্মরক্ষামূলক” পদক্ষেপের অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]