দুয়ারে কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর শুরু হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ক্রেতারা প্রায় সব কেনাকাটা শেষ করেছেন। এখন নারীরা ভিড় করছেন কসমেটিক্সের দোকানগুলোতে। সাধ্য অনুয়ায়ী কিনছেন কমমেটিক্স সামগ্রী।
ক্রেতরা বলছেন, কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। এখন নারীদের কমমেটিক্স কেনাকাটার পালা। তাই তারা ব্যস্ত কসমেটিক্স কেনাকাটায়। আর বিক্রেতারা বলছেন, তাদের দোকানে কেনাকাটা শুরু হয় ঈদের যাবতীয় কেনাকাটা করার পর। নারীরা আসেন কসমেটিক্স সামগ্রী কিনতে। এবারও তাই হচ্ছে। বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত চলছে কেনাকাটা।
সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় হিলি বাজারে কসমেটিক্স কিনতে এসেছেন মোছা. আকলিমা বেগম। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘সারাদিন সংসারের কাজ শেষ করে সন্ধ্যায় মেয়েদের নিয়ে এসেছি পছন্দের কসমেটিক্স কিনতে। হাতের চুড়ি, গলার মালাসহ বিভিন্ন ইমিট্রেশন সামগ্রী কিনবো। বিভিন্ন দোকান ঘুরে দেখছি। মেয়েদের পছন্দ হলে কিনে নিয়ে বাড়ি ফিরবো।’
আরেক ক্রেতা রেবেকা সুলতানা বলেন, ‘ইতোমধ্যে পরিবারের সদস্যদের জামাকাপড় কেনা শেষ হয়েছে। আজ বাজারে এসেছি মেয়েদের জন্য কমমোটক্স কিনতে। মেয়েদের পছন্দই আমাদের পছন্দ । সেই সঙ্গে নিজের জন্য কিছু কসমেটিক্স কিনবো। দেখি শেষ অবধি কী হয়!’
হিলি বাজারের তোহা কসমেটিক্সের মালিক মো. তৌহিদ ইসলাম ঢাকা বিজনসেকে বলেন, ‘প্রতিবছর রমজান মাসের শেষের দিকে এসে কমমেটিক্স বিক্রি শুরু হয়। হিলি ছাড়াও বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছেন। আমাদের দোকানে দেশি-বিদেশি কসমেটিক্স আছে। ক্রেতারা তাদের সাধ্যমতো পছন্দের কসমেটিক্স কিনছেন। বিক্রিও বেশ ভালো হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এখনও দু’দিন বাকি আছে। আশা করছি বিক্রি আরও বাড়বে।’
ঢাকা বিজনেস/এনই/