নিজের বাড়িতে ফেরা


রজত সিকস্তি , : 07-04-2024

নিজের বাড়িতে ফেরা

নিজের বাড়িতে ফেরা

০১.
তরুণ কৃষক আমি 
এখনো শহরে বেজায় বিস্ময় আমার

গ্রামে করি চাষ হিংসা হতাশা 
দুরুদুরু ভয়ের
নামাজে খুবই উদাস 
চাষবাসে বাড়েনা কদম

রাজনীতি ধর্ম কালচারে নাই জ্ঞান জ্ঞম্যি আর বুকভর্তি শাহস
ইতিহাস বলতে বুঝি কিচ্ছা ও কবর

নাই নাই নাই 
কিছুই নাই আজ আর
জামা জুতা তামাক আর ইমান

আমার কি তবে বিলাপ ও 
অনাস্থার পেট হতে কখনো হবে না ত্রাণ

২. 
ইগোতে বাঁধা আমার দৃষ্টি 
কণ্ঠে নিকষিত অন্ধকার 
গান হয়ে সুর হয়ে বেজে ওঠে
মননে প্রস্তাবিত হয় বেঈমানী ও বাহবার লোভ

খুব ইচ্ছে হয় সামরিক উর্দির সামনে নতজানু হই
ঘুমিয়ে থাকি নষ্ট ঘড়ির কাঁটার মতো বিভ্রান্ত! 
আমার কি কাটবে কখনো পুঁজের আড়তের কেরানিগীরির দায়!

৩.
ঠোঁটের গোয়েন্দা রিপোর্টে ভয়ঙ্কর ভূমিকম্পের পেয়েছি পূর্বাভাস! 

প্রচণ্ড গতিতে আসছে সুনামী-সুন্দরী 
এইতো জমেছে আমার দুর্দিন
মাটি ফেটে জাগছে জানোয়ার

কবির কলম কেড়ে নিবে গজদন্তের গুণ্ডাগণ
ফাসেক ফুজ্জাতেরা ঘেরাও করবে মন্দির মিম্বার

আমি কোথাও কোনো উদ্ধার দেখিনা আর
বলিনা আস্থার মেঠো মিথ্যে কথা


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com