সময় এখন জুতা দোকানির


আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর , : 06-04-2024

সময় এখন জুতা দোকানির

ক্রেতা এখন জুতার দোকানে

আনোয়ার হোসেন বুল, দিনাজপুর

ঈদুল ফিতরের আরমাত্র কয়েকদিন বাকি। বাজারে প্রচুর জনসমাগম। ক্রেতা-বিক্রেতারা বলছেন, ইতোমধ্যেই প্রায় সেমাইন-চিনি ও পোশাক কেনাকাটা শেষ হয়ে এসেছে। এখন ভিড় বাড়ছে জুতার দোকানে । অনেক ক্রেতা বলছেন, পরিবারের সদস্যদের পোশাক কেনা শেষ করেছেন। এখন এসেছেন, জুতা কিনতে। তবে তাদের অভিযোগ গতবারের চেয়ে এবার জুতার দাম কিছুটা বেশি। 

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে হিলি বাজারে জুতার দোকানে এসেছেন মোছা. কুলসুমা বেগম।  তিনি বলেন, ‘পরিবারের সদস্যদের ঈদের কেনাকাটা প্রতিবছর আমাকেই করতে হয়। এবার করেছি। ইতোমধ্যে কাপড় কেনা শেষ করেছি। আজ এসেছি বাচ্চাদের জুতা কিনতে। এই দোকান-সে দোকান দেখছি। কিন্তু দামে মিলছে না। গতবারের তুলনায় দাম কিছুটা বেশি। আর দুই-একটি দোকান দেখি দামেদরে মিললে কিনে নিয়ে ইফতারের আগেই বাড়ি ফিরবো।’ 

আরেক ক্রেতা মো. ফজলুর রহমান বলেন, ‘আমি নিজের জন্য জুতা কিনতে এসেছি। সামনে বর্ষা আসছে। তাই এমন জুতা কিনবো যাতে পানিতেও ব্যবহার করা যায়। হিলিতে ভারতীয় কিছু জুতা পাওয়া যায়। যা কিনা পানিতে ব্যবহার করলেও তেমন ক্ষতি হয় না। গতবারের ৪০০ টাকা দিয়ে একজোড়া কিনেছিলাম। যা এখনো ব্যবহার করছি। ওই ধরনের জুতা খুঁজছি। এই বছর সব জিনিসের দামই বেশি। তাই এবার জুতার জন্য ৫০০ টাকা ধরে রেখেছি। এরমধ্যে নিতে হবে।’ 

হিলি আর্মি সু-স্টোরের মালিক মো. সাইফুল ইসলাম ঢাকা বিজনেসকে বলেন, ‘জুতা বিক্রি শুরুই হয় ২০ রোজার পর থেকে। এবারও তাই হয়েছে। বিক্রি ভালোই হচ্ছে। আরও কয়েকদিন বাকি আছে ঈদের আশা করছি। বিক্রি আরও বাড়বে। তবে জুতার দাম গেলো ঈদের চেয়ে এবার একটু বেশি। তাই ক্রেতারা বিভিন্ন দোকান ঘুরে দাম যাচাই করছেন। তারপর হয়তো একটি দোকান থেকে কিনবেন।’

/ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com