বিনা উইকেটে ৩১ রানে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ


ঢাকা বিজনেস ডেস্ক , : 02-04-2024

বিনা উইকেটে ৩১ রানে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের জন্য শ্রীলংকার ছুড়ে দেওয়া ৫১১ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে বিনা উইকেটে ৩১ রান তুলে চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেছে  স্বাগতিক বাংলাদেশ। জিততে হলে ১০ উইকেট হাতে নিয়ে আরও ৪৮০ রান করতে হবে টাইগারদের।

মঙ্গলবার (২ এপ্রিল) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৫১১ রানের জবাব দিতে নেমে শ্রীলংকার বোলারদের শক্ত হাতে সামাল দিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। জয় ১৯ ও জাকির ১১ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেছেন।

এর আগে প্রথম ইনিংস থেকে পাওয়া ৩৫৩ রানের লিডকে সঙ্গে নিয়ে ৭ উইকেটে ১৫৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলংকা।  


 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]