সবজিতে স্বস্তি, আলুতে অসন্তোষ


আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর , : 01-04-2024

সবজিতে স্বস্তি, আলুতে অসন্তোষ

দিনাজপুরের হিলিতে কমেছে এসেছে সবধরনের সবজির দাম। এতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে আলুর দাম নিয়ে তাদের মনে অসন্তোষ বিরাজ করছে। তরা বলছেন, ২৫ টাকা কেজি দরের আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। আর ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়। আলু ছাড়া পটল, বেগুন, করলাসহ সবধরনের সবজির দাম একটু কমে এসেছে। আর বিক্রেতারা বলছেন, বাজারে আলুর সরবরাহ কম। তাই আলুর দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। আর সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে সবধরনের সবজির দাম 

সোমবার  (১ এপ্রিল) হিলিবাজারে কথা হয় ক্রেতা মো. ময়েন উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে সবজির দাম মোটামুটি কমই আছে। একমাস আগের ৪০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে, ৮০ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে, ১০ টাকা আঁিটির পুইশাক বিক্রি আছে ৫ টাকা আঁটি দরে, ৪০ টাকা কেজি মিষ্টি কদু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি করে।’

ময়েন উদ্দিন আরও বলেন, ‘এসব কাঁচা সবজির দাম বেশির কারণে মধ্যবিত্ত আয়ের মানুষেরা  একমাস আগে তো কিনতে হিমশিম খেতো। এখন দাম একটু  স্বাভাবিক পর্যায়ে এসেছে।’

আরেক ক্রেতা মো. মিজু মিয়া বলেন, ‘অন্যান্য সবজির দাম কমলেও আলুর দাম তো কেজিতে ১০ টাকা বেড়েছে। যে আলু প্রায় সব তরকারিতে লাগে, সেই আলুর দাম কমার দরকার। তাহলে সব শ্রেণীর মানুষের জন্য সুবিধা হবে।’

হিলি বাজারের সবজি বিক্রেতা মো. মজিবর রহমান ঢাকা বিজনেসকে বলেন, ‘এখন বাজারে কিছু প্রায় সবজির দামই কমেছে। কিছু সবজি আছে এখন পুরনো হয়ে আসছে। যেমন সিম। এখন আর মানুষ সিম কিনছে না। সিমের বিচি কিনছে। তাই সিমের দাম কমে এসেছে।’ 

মজিবর রহমান আরও বলেন, ‘পটল নতুন সবজি। প্রথমে দাম ছিল ৮০ টাকা কেজি, এখন বিক্রি করছি ৪০ টাকায়। সজনে ডাটার কেজি ছিল ১৬০ টাকা। এখন বিক্রি করছি ১০০ থেকে ১২০ টাকায়। তবে আলুর সরবরাহ কমে যাওয়ায় কেজিতে দাম বেড়েছে ১০ টাকা । সরবরাহ বাড়লে দাম এমনিতেই কমে আসবে।’ 



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com