অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক , : 30-03-2024

অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে ফিল্ডিংয়ে ব্যর্থতায় হতাশা নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে টিম টাইগার্স। অপরদিকে সেই সুযোগ নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিয়েছে মাদুস্কা-করুণারত্নে জুটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৮৮ রান। মাদুস্কা ৫৫ ও করুণারত্নে ৩৩ রানে অপরাজিত আছেন।

শনিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নিশান মাদুস্কা ও দিমুথ করুণারত্নে। ইনিংসের শুরুতেই জীবন পেয়েছেন মাদুস্কা।

ষষ্ঠ ওভারে অভিষিক্ত হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরে লেংথ ডেলিভারি মাদুস্কার ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে সহজ ক্যাচ ওঠে। কিন্তু সেটি হাতে জমাতে পারেননি জয়। ৯ রানে বেঁচে যান মাদুস্কা।

এরপর ১৬তম ওভারে খালেদের প্রথম বল আলতো করে পয়েন্টের দিকে খেলে রানের জন্য ছোটেন মাদুস্কা। শুরুতে সাড়া দেন করুণারত্নে। মাঝপথে গিয়ে বুঝতে পারেন বিপদ আসন্ন। তাই অনেকটাই হাল ছেড়ে দেন তিনি।

কিন্তু দারুণ ফিল্ডিংয়ে বল ধরলেও স্টাম্প ভাঙতে পারেননি মেহেদী হাসান মিরাজ। ফলে ১৮ রানে বেঁচে যান করুণারত্নে। পরে ধীরে ধীরে রানের গতি বাড়িয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক স্পর্শ করেন মাদুস্কা। ফিফটির পথে রয়েছেন আরেক ওপেনার করুণারত্নেও।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com