একদিন বন্ধের পর হিলিবন্দর চালু


দিনাজপুর প্রতিনিধি , : 27-03-2024

একদিন বন্ধের পর হিলিবন্দর চালু

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বুধবার (২৭ মার্চ ) সাড়ে ১২ টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আসা শুরু হয়। পানামা হিলি পোর্ট লিংক লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক প্রতাপ এই তথ্য নিশ্চিত করেছেন। 

প্রতাপ বলেন, ‘গতকাল মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বন্ধ ছিল। আজ বুধবার থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে।’

এদিকে হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ঢাকা বিজনেসকে  বলেন, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার  হিলিবন্দরের আমদানি রপ্তানি  বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’

ঢাকা বিজনেস/বুলু/এনই/ 



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]