হিলিতে বেড়েছে লেবুর দাম


আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর , : 25-03-2024

হিলিতে বেড়েছে লেবুর দাম

দিনাজপুরের হিলিতে বেড়েছে লেবুর দাম। রোজার আগে প্রতি পিসলেবুর ৩ টাকা করে বিক্রি হলেও রোজা শুরুর পর থেকে প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে ৫ টাকা দরে। ইফতারির সময় শরবত তৈরিতে লেবু ব্যবহার করায় চাহিদা বেড়েছে লেবুর। আর এই কারণে দামও বেড়েছে প্রতিপিসে ২ টাকা করে। 

ক্রেতারা বলছেন, শরবতে লেবু ব্যবহার করলে শরবতের ঘ্রাণ আলাদা হয়। তাই তারা শরবতে লেবু ব্যবহার করেন। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন। আর বিক্রেতারা বলছেন, বাজারে লেবুর সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে লেবুর দাম। এখানে আমাদের করার কিছু নেই।

রোববার (২৪ মার্চ) বাজারে লেবু কিনতে এসেছেন মো. আজিজার রহমান। তিনি আক্ষেপ করে বলেন, ‘বাংলাদেশে রমজান মাসে সব পণ্যের দাম বাড়ে। তাহলে লেবু বাদ থাকবে কেন? তাই হয়তো লেবুর দামও বেড়েছে। আগে যে লেবু ৩ টাকা করে কিনেছি। আর রোজার পর ৫ টাকা করে কিনতে হচ্ছে।’

আরেক ক্রেতা মো. হাসমত আলী বলেন, ‘রোজা শুরুর পর থেকে প্রতিদিনই আমি লেবু কিনি। ইফতারে শরবতে দেওয়ার জন্য। প্রতিদিন ১০ টাকা দিয়ে ২টি করে লেবু কিনতে হয় আমাকে। কিন্তু রোজার আগে তো লেবুর জোড়া (২ টি) বিক্রি হতো ৫ টাকা করে আর ১ টি নিলে ৩ টাকা। কিন্তু রোজা শুরুর পর থেকে যেমন লেবুর চাহিদা বেড়েছে। সঙ্গে বেড়েছে দামও। ব্যবসায়ীরা সুযোগ কাজে লাগিয়ে ৫ টাকা জোড়ার লেবু ১০ টাকা করে বিক্রি করছে।’

লেবু-বিক্রেতরা মো. আসলাম আলী ঢাকা বিজনেসকে বলেন, ‘রোজা শুরুর পর থেকে লেবুর চাহিদা বেড়েছে। কিন্তু সরবরাহ কমে গেছে। আগে প্রতিপিস লেবু ২ টাকা করে কিনে ৩ টাকা পিস বিক্রি করি। কেউ জোড়া (২ টি ) নিলে ৫ টাকা করে বিক্রি করেছি। এখন তো কিনতেই পড়ছে সাড়ে ৩ থেকে ৪ টাকা পিস। ৮ টাকা জোড়া। তাই বাধ্য হয়ে ১০ টাকা জোড়া বিক্রি করতে হচ্ছে। বাজারে সরবরাহ বাড়লে দাম আগের অবস্থায় ফিরে আসবে।’

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com