‘১৫০ আসনে ইভিএমে ভোট হওয়ার বিষয়টি অনিশ্চিত’


স্টাফ রিপোর্টার , : 23-01-2023

‘১৫০ আসনে ইভিএমে ভোট হওয়ার বিষয়টি অনিশ্চিত’

নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে আপাতত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না। এর ফলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট হওয়ার বিষয়টি অনিশ্চিত।’

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর নতুন প্রকল্প আপাতত প্রক্রিয়াকরণ হচ্ছে না। পরিকল্পনা কমিশন প্রকল্প ফেরত পাঠিয়েছে। এর ফলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট হওয়ার বিষয়টি অনিশ্চিত।’

তিনি বলেন, ‘কমিশনের হাতে যে ইভিএম রয়েছে তা দিয়ে যত আসনে ভোটগ্রহণ করা যায়, তত আসনেই ইভিএমে ভোট হবে। তবে ঠিক কত আসনে ইভিএমে ভোট করা যাবে তা জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।’

উল্লেখ্য, এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে ১৫০ আসনে ইভিএমে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল ইসি। কিন্তু সে প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে দিলেও পাঁচ মাসে কোনো সাড়া পাওয়া যায়নি। গত ১৭ জানুয়ারি একনেক সভার আলোচ্যসূচিতেও ছিল না ইভিএম প্রকল্পের বিষয়টি।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com