এতিম শিশুদের করুণ গল্প শেয়ার করলেন জয়া আহসান


বিনোদন ডেস্ক , : 19-03-2024

এতিম শিশুদের করুণ গল্প শেয়ার করলেন জয়া আহসান

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে সেখানে মতামত জানিয়ে থাকেন তিনি। এ কারণে অনেক সময় সংবাদের শিরোনামেও জায়গা করে নেন। এবার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মাদারাসার এতিম শিশুদের কষ্টের কথা ভাগ করে নিলেন এ অভিনেত্রী।

মঙ্গলবার (১৯ মার্চ) ফেসবুকে সংগৃহীত একটি লেখা পোস্ট করেছেন জয়া আহসান। লেখাটিতে মাদরাসার এতিম ছাত্রদের নীরব যন্ত্রণার কথা ফুটে উঠেছে। যা খুবই হৃদয়বিদারক।

জয়া আহসানের পোস্টে লেখা, ‘রোজার শেষ দিকে বাংলাদেশের কওমি মাদরাসাগুলোতে এক করুণ দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদরাসাগুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র-ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদের বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে কেউ নিতে আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোঁজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা-খালা-চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকিরা সারাদিন কান্না করে।’ 

‘তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না, তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা-বাবার ওপর তাদের অভিমান সৃষ্টি হয়, কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারত না? মা-বাবা বেঁচে নেই তো কী হয়েছে? মামা-চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেঁচে থাকতে মামারা কত আদর করতো। বাবা বেঁচে থাকতে চাচারা কত আদর করতো। এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।’

সবশেষ লেখা, ‘একটা অনুরোধ, এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায়নি খোঁজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে।’


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]