লঙ্কান শিবিরে তানজিম আতঙ্ক


বিশেষ প্রতিনিধি , : 13-03-2024

লঙ্কান শিবিরে তানজিম আতঙ্ক

চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টসে জিতে ব্যাটিং নেন সফরকারীরা। শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়েছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা। কিন্তু তাদের থামিয়ে দেন টাইগার বোলার তানজিম হাসান সাকিব। মাত্র ১৩ রানের ব্যবধানে তিনি তুলে নেন ৩ উইকেট। শুরুটা খুব ভালো হলেও মাত্র কয়েক ওভারের মধ্যেই তানজিম আতঙ্কে ডুবে যান লঙ্কান ব্যাটাররা।

৯.৪ ওভার পর্যন্ত দুর্দান্ত ব্যাট করছিলেন শ্রীলঙ্কানরা। তারা বিনা উইকেটে তুলে নেন ৭১ রান। ঠিক এরপরের বলেই ওপেনার পাথুন নিশাঙ্কা উইকেটের পেছনে ক্যাচ দেন। তানজিম তুলে নেন তার প্রথম উইকেট। ক্যাচটা নিয়েছিলেন সৌম্য সরকার। এরপর ১২ তম ওভারের প্রথম বলেই আউট হয়ে যান ৩৩ বলে সমান সংখ্যক রান করা আভিসকা ফার্নান্দো।

উইকেট কিপার মুশফিকের ক্যাচে বিদায় নিতে হয় তাকে। তানজিম তুলে নেন তার দ্বিতীয় উইকেট। ঠিক এক ওভার পর ১৪ তম ওভারের প্রথম বলেই আবারো লঙ্কান শিবিরে তানজিমের হানা। ৫ বলে ৩ রান করে বিদায় নেন সাদিরা সামারাবিক্রমা। তাকেও মুশফিকের ক্যাচ বানান তানজিম। লঙ্কানদের ৩ উইকেটের সবগুলোই নিজের নামের পাশে নিয়ে নেন এই তরুণ বোলার। 

৩ উইকেট হারানোর পর অনেক সতর্ক হয়ে যান লঙ্কান ব্যাটসম্যনারা। যদিও ১৮.৪ ওভারে শতরানে পৌঁছে যান তারা। ১৯ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১০২। তবে তানজিম ৩ উইকেট পেলেও এখনো শূন্য হাতে রয়েছেন অন্য বোলাররা। এ রিপোর্ট লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ২১ ওভারে ১১০ রান, ৩ উইকেট হারিয়ে। শরিফুল ৬ ওভারে দিয়েছেন ৩২ রান। তাসকিন ৫ ওভারে দিয়েছেন ৩৫। তাইজুল ৩ ওভারে দিয়েছেন ১৮ রান। ৬ ওভারে ২৪ রান দিয়ে তানজিব নিয়েছেন ৩ উইকেট।

দুপুর আড়াইটায় শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে সাগরিকা চট্টগ্রামে।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ

আভিস্কা ফারনান্দো, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, জেনিথ লিয়াঙ্গা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, প্রমোদ মধুশান, দিলশান মাদুশাঙ্কা, লাহিরু কুমারা।



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com