আরবের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেলেন হাকিমি


ক্রীড়া ডেস্ক , : 23-01-2023

আরবের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেলেন হাকিমি

কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে খেলেছে মরক্কো। আর দলকে এই পর্যন্ত টেনে আনার নায়ক নিশ্চয়ই দলের ডিফেন্ডার আশরাফ হাকিমি। এবার তিনি আরবের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন। 

শনিবার (২১ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে ‘জয় অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে হাকিমির হাতে আরবের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারের জন্য ডাকা হলে হাকিমি তার মাকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন। ট্রফি হাতে নিয়েই তা মাকে উৎসর্গ করে তার হাতে তুলে দেন।

এসময় তিনি বলেন, ‘এখানে মায়ের সঙ্গে আসতে পেরে আমি ভীষণ খুশি। আমি গর্বিত। সেইসঙ্গে আমার ক্লাব পিএসজি ও আমার দেশ মরক্কোকে ধন্যবাদ দিতে চাই। সমর্থনের জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

ঢাকা বিজনেস/এইচ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com