বিরামপুরে ট্রেনের ধাক্কায় একযাত্রী মৃত্যু


দিনাজপুর প্রতিনিধি , : 09-03-2024

বিরামপুরে ট্রেনের ধাক্কায় একযাত্রী মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শফিকুল ইসলাম নয়ন (৪৪) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মার্চ) সাড়ে দুপুর ১২ টার দিকে বিরামপুর রেলস্টেশনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম।

হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ‘আজ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে পাবর্তীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশনে দাঁড়ায়। এক পর্যায়ে ট্রেনটি ছেড়ে দেওয়ার সময় নয়ন চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

রফিকুল ইসলাম আরও বলেন, ‘নয়নের পরিবারের কারও কোনো আপত্তি না থাকায় নয়নের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]