সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে ১৬৫ রানে আটকে রাখে বাংলাদেশ। অর্থাৎ সিরিজে ফিরতে টাইগারদের করতে হবে ১৬৬। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটাও দারুণ করে দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার।
তবে বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে বাধে বিপত্তি। বিনুরা ফার্নান্ডোর করা ওভারের প্রথম বলেই শর্ট লেংথের বলে সৌম্য করেছিলেন পুল। আম্পায়ার গাজী সোহেল অবশ্য দেন আউট, তার মতে বটম-এজড হয়েছিলেন সৌম্য। রিভিউ করেছিলেন সৌম্য। আল্ট্রা-এজে দেখা গেছে স্পাইক।
তবে টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান বলেছেন, স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে ‘গ্যাপ’ দেখেছেন তিনি। আউট ভেবে প্রায় বাউন্ডারির কাছে পৌঁছে যাওয়া সৌম্য ফিরে এসেছেন আবার।
তবে এই ঘটনায় সন্তুষ্ট হতে পারেনি শ্রীলঙ্কা দল। আম্পায়ার শরফুদ্দৌলাকে ঘিরে ধরেছেন তারা। ওদিকে কোচ ক্রিস সিলভারউড গিয়েছিলেন চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের কাছেও। শেষ পর্যন্ত নট আউট হয়ে ব্যাট করছেন সৌম্য।