রড নিয়ে আশুগঞ্জ নদীবন্দরে ভারতীয় জাহাজ


ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা , : 23-01-2023

রড নিয়ে আশুগঞ্জ নদীবন্দরে ভারতীয় জাহাজ

ভারত থেকে ৯৫৮ টন রডবাহী জাহাজ এসে পৌঁছেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরে। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় জাহাজটি বন্দরে আসে নোঙর করে। আশুগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

নদীবন্দর-সূত্রে জানা গেছে, টাটা স্টিলের ৯৫৮ মেট্রিক টন রড নিয়ে এমভি বোলকার নামে একটি জাহাজ গত ৭ জানুয়ারি কলকাতার হলদিয়া বন্দর থেকে লোড করা হয়। রডগুলো আশুগঞ্জ নদীবন্দর থেকে সড়কপথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতেন আগরতলায় পাঠানো হবে। এসব রড খালাস করবে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল। রডগুলো ত্রিপুরার আগরতলার মেসার্স এস এম করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের জন্য রডগগুলো নেওয়া হচ্ছে।

আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন বলেন, ‘আশুগঞ্জ নদীবন্দর থেকে আজ বিকেলে খালাস করতে পারলে সোমবার সকাল থেকে রডগুলো আগরতলায় পাঠানোর কাজ শুরু হবে।’

আশুগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, ‘জাহাজের মালামাল লোড-আনলোডসহ রক্ষণাবেক্ষণ বাবদ প্রতি মেট্রিক টন রডের জন্য ১০ টাকা এবং জাহাজের বার্থিং চার্জ হিসেবে প্রতিদিন ৩১৫ টাকা পাবে বন্দর কর্তৃপক্ষ।’

/ঢাকা বিজনেস/আজহার/এনই/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]