রুবেল সাইদুল আলমের ভবঘুরে অভিলাষ কাব্যের পাঠ-উন্মোচন ৯ মার্চ


স্টাফ রিপোর্টার , : 05-03-2024

রুবেল সাইদুল আলমের ভবঘুরে অভিলাষ কাব্যের পাঠ-উন্মোচন ৯ মার্চ

কবি রুবেল সাইদুল আলমের ‘ভবঘুরে অভিলাষ’ কাব্যের পাঠ-উন্মোচন করা হবে আগামী ৯ মার্চ। এদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর পরিবাগে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে বাতিঘরে এই পাঠ-উন্মোচন অনুষ্ঠিত হবে।

পাঠ-উন্মোচন করবেন কবি নির্মলেন্দু গুণ। কবিতাগ্রন্থটি নিয়ে আলোচনা করবেন কবি শামীম রেজা, টোকন ঠাকুর, অধ্যাপক ড, জাহেদুল কবির লিটন, কবি ও প্রাবন্ধিক কাজী শাহজাহান। 

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন তামান্না তিথি ও হাসান মাহাদী।   সংগীত পরিবেশন করবেন ফকির শফি মণ্ডল। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com