পাগলা মহিষের আক্রমণে এক নারী নিহত


টাঙ্গাইল সংবাদদাতা , : 22-01-2023

পাগলা মহিষের আক্রমণে এক নারী নিহত

টাঙ্গাইলের দেলদুয়ারে পাগলা মহিষের আক্রমণে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। 

রোববার (২২ জানুয়ারি) উপজেলার লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত হাজেরা বেগম (৫০) ওই গ্রামের আজগর আলীর স্ত্রী। স্থানীয়রা মহিষটিকে মেরে ফেলেছেন। 

দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, ‘সকাল থেকে একটি পাগলা মহিষ লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে জনসাধারণের ওপর আক্রমণ করে। এসময় মহিষটির আক্রমণের শিকার হয়ে অন্তত ৭ জন আহত হন। আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৩টার দিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগমের মৃত্যু হয়।’ 

নোমান/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com