ভারতের ক্রিকেটের নতুন তারা হিসেবে ঔজ্জ্বল্য ছড়াতে শুরু করেছেন ২২ বছর বয়সী যশস্বী জয়সওয়াল। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই আলো ছড়ানো জয়সওয়াল জাতীয় দলে এসে রীতিমতো রেকর্ডবুকে তোলপাড় তুলে দিয়েছেন। রাজকোট টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। সিরিজের দ্বিতীয় টেস্টেও ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সবচেয়ে কম বয়সে দুটি ডাবল সেঞ্চুরির মালিক বনে গেছেন জয়সওয়াল।
মাত্র ৭ টেস্টের ক্যারিয়ারেই ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরির মালিক বনে গেছেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সার্কেলে সর্বোচ্চ রান করা খেলোয়াড় বনে গেছেন তিনি। রাজকোট টেস্টের চতুর্থ দিনে ব্যাটিংয়ের সময় তিনি অস্ট্রেলিয়ার উসমান খাজাকে (৮৫৫ রান) ছাড়িয়ে যান। ৭ টেস্টেই ৭১.৭৫ গড়ে ৮৬১ রান করেছেন জয়সওয়াল।
রাজকোট টেস্টে আরও রেকর্ড গড়েছেন জয়সওয়াল। প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ১২টি ছক্কা মেরেছেন। তার আগে এই কীর্তি ছিল শুধুই পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের। টেস্টে ছক্কা মারায় জয়সওয়াল অবশ্য অদ্বিতীয়। গত বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর থেকে এই সময়ের মধ্যে টেস্টে তার চেয়ে বেশি ছক্কা মারতে পারেননি কেউই। মাত্র তিন টেস্ট খেলেই ২২ ছক্কা মেরে এক সিরিজে সর্বোচ্চ ছক্কার রেকর্ড দখলে নিয়েছেন জয়সওয়াল। তার আগে এক সিরিজে সর্বোচ্চ ১৯টি ছক্কা মেরেছিলেন ভারতেরই অধিনায়ক রোহিত শর্মা।