কালিয়াকৈরে ‘কোচ ভাষা শিক্ষা’র মোড়ক উন্মোচন


কালিয়াকৈর সংবাদদাতা , : 15-02-2024

কালিয়াকৈরে ‘কোচ ভাষা শিক্ষা’র মোড়ক উন্মোচন

কালিয়াকৈরে পালক কোচ রায়চাঁদ বর্মনের ‘কোচ ভাষা শিক্ষা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকালে নিশ্চিতপুরে আয়োজিত অনুষ্ঠানে এই মোড়ক উন্মোচন করা হয়। 

প্রথমে কোচভাষা গান দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে সভাপতিত্ব করেন রেভা সুশিল বর্মন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মুরাদ কবির। অনুষ্ঠান উদ্বোধন করেন ‘বাংলাদেশ কোচ আদিবাসী’ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সন্যাসী রমেশ কুমার কোচ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ কোচ আদিবাসী’ সংগঠন কেন্দ্রীয় কমিটির সম্পাদক কোচ রুবেল মন্ডল, বিশেষ অতিথি ছিসেবে  উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহাদাৎ হোসেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মইনুল ইসলাম মইন,কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাহিত্যিক রঞ্জনা বিশ্বাস, ‘বাংলাদেশ কোচ আদিবাসী’ ইউনিয়নের সভাপতি, বাবু কোচ রতন কে বর্মন, মি. রন্টু বিশ্বাস,পালক হরেন্দ বর্মন,পালক জীবন বর্মন,আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন প্রমুখ। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]