শীতার্তদের এক হাজার কম্বল দিলেন পরিবেশমন্ত্রী


ঢাকা বিজনেস ডেস্ক , : 21-01-2023

শীতার্তদের এক হাজার কম্বল দিলেন পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন নিজস্ব অর্থায়নে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। শনিবার (২১ জানুয়ারি) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, মহিলা ভাইসচেয়ারম্যান রাহেনা বেগম এবং নারী শিক্ষা একাডেমিতে অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন প্রমুখ। 

মন্ত্রী এ অনুষ্ঠানে উপজেলার বেরেঙ্গা পুঞ্জি, পাল্লাতল পুঞ্জি, আগাড় পুঞ্জি, দুসুড়ি পুঞ্জিতে পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাসকারীদের জন্য সিঁড়ি নির্মাণ কাজের এবং বড়লেখা উপজেলার দক্ষিণ গ্রামতলা গ্রামে কৃষি জমির পানি নিষ্কাশন এবং কালভার্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  

এসময় পরিবেশমন্ত্রী বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করছে। শুধু সরকারিভাবেই নয়, দলীয়ভাবে এবং ব্যক্তিগত ভাবেও মানুষের জন্য কাজ করা হচ্ছে।’ 

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]