বাঘা যতীন গবেষণাকেন্দ্র পুরস্কার গ্রহণ করলেন তিন জন


স্টাফ রিপোর্টার , : 02-02-2024

বাঘা যতীন গবেষণাকেন্দ্র পুরস্কার গ্রহণ করলেন তিন জন

‘বাঘা যতীন গবেষণাকেন্দ্র প্রবর্তিত পুরস্কার-২০২৩’ গ্রহণ করলেন তিন লেখক। তারা হলেন কথাসাহিত্যে ‘আকবর হোসেন কথাসাহিত্য পুরস্কার’, প্রবন্ধে ‘বাঘা যতীন প্রবন্ধ পুরস্কার’ ও কবিতায় ‘গগন হরকরা কবিতা পুরস্কার। যারা পুরস্কার পেলেন, তারা হলেন কথাসাহিত্যে অনীক মাহমুদ,  প্রবন্ধে মাসুদ রহমান ও কবিতায় খসরু পারভেজ।  শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় রাজধানীর কাঁটবন মোড়ে অবস্থিত কবিতা ক্যাফে  আয়োজিত অনুষ্ঠানে তারা এই পুরস্কার গ্রহণ করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা যতীন গবেষণাকেন্দ্রের প্রধান উপদেষ্টা এএসএম কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। 

 

সাব্বির আহমেদ ও আম্বিয়া আক্তার কণার সঞ্চালনায়  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঘা যতীন গবেষণাকেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি-কথাশিল্পী রফিকুজ্জামান রণি,  গীতিকবি মিলন হাসান, কবি ও কথাশিল্পী ড. শাফিক আফতাব, কথাশিল্পী মনি হায়দার, বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি কবি রবিউল হক এবং কবি ও গবেষক বিলু কবীর। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঘা যতীন গবেষণা কেন্দ্র প্রবর্তিত পুরস্কার প্রদানের মাধ্যমে ঔপন্যাসিক আকবর হোসেন, বিপ্লবী বাঘা যতীন ও লোকসংগীতকার গগন করাকে পুনর্জীবন দেওয়া হলো। এই তিন মহৎ বাঙালির নামে তিনটি পুরস্কার প্রদান করার জন্য বাঘা যতীন গবেষণা কেন্দ্রকে ধন্যবাদ জানান তারা।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]