বিশ্ব ইজতেমা: আখেরি মোনাজাতের দিন ৫টি স্পেশাল ট্রেন চলবে


ঢাকা বিজনেস ডেস্ক , : 23-01-2024

বিশ্ব ইজতেমা: আখেরি মোনাজাতের দিন ৫টি স্পেশাল ট্রেন চলবে

বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের দিন পাঁচটি স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে।  মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রেল ভবনের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

এর আগে বিশ্ব ইজতেমা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি বৈঠকে বসে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।  

রেলমন্ত্রী জানান, ইজতেমা উপলক্ষে সব আন্তঃনগর মেইল ও কমিউটার ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে। সব ট্রেন টঙ্গি স্টেশনে ৩ মিনিট করে বিরতি দেবে।

প্রসঙ্গত, এবারের ইজতেমার প্রথম পর্ব (জোবায়ের) অনুষ্ঠিত হবে ২-৪ ফেব্রুয়ারি ও দ্বিতীয় পর্ব (সাদ) অনুষ্ঠিত হবে ৯-১১ ফেব্রুয়ারি।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com