চীনে ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে ১১


ঢাকা বিজনেস ডেস্ক , : 23-01-2024

চীনে ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে ১১

চীনের পার্বত্য ইউনান প্রদেশে ভূমিধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা  ১১ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি)  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চীনের স্থানীয় সময় সোমবার ভোর ৫:৫১ টায়  ঝেনসিয়ং কাউন্টির তাংফাং শহরের নিচে লিয়াংশুই গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ৪৭ জন। পরবর্তী সময়ে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ওই এলাকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে গেছে। তাপমাত্রার বিরূপ অবস্থা সত্ত্বেও সেখানে ‘সবাইকে উদ্ধার’ করার নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, একটি খাড়া পাহাড়ে ধস নামার ফলে এলাকাটিতে ভূমিধস হয়েছে।

ভূমিধসের সময় ৫০০ জনেরও বেশি মানুষকে বাড়িঘর থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঘট্নাস্থলে প্রায় এক হাজার উদ্ধারকর্মীকে পাঠানো হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়াকে ফায়ার ফাইটার লি শেংলং বলেন, ‘অনুসন্ধান ও উদ্ধার অভিযান সারারাত অব্যাহত ছিল।’

গ্রামবাসীদের একজন স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, এই এলাকার বেশিরভাগ বাসিন্দাই হয় বৃদ্ধ বা শিশু।

অন্য এক বাসিন্দা স্থানীয় সংবাদ আউটলেট জিমু নিউজকে জানিয়েছেন, সোমবার সকালে ভূমিধসের ঘটনাটি এমন সময় ঘটেছিল যখন অনেক মানুষ ঘুমিয়ে ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপগুলোতে উদ্ধারকারীদের বরফে ঢাকা পাহাড়ের ধ্বংসস্তূপের ওপর দিয়ে হাঁটতে দেখা গেছে।

চীনের দক্ষিণ-পশ্চিমের দুর্গম পাহাড়ি অঞ্চলটি ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। ২০১৩ সালের জানুয়ারিতে একই কাউন্টিতে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছিল।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]