রোববার শুরু হচ্ছে বাণিজ্যমেলা: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


বিশেষ প্রতিনিধি , : 20-01-2024

রোববার শুরু হচ্ছে বাণিজ্যমেলা: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামিকাল রবিবার (২১ জানুয়ারি,২০২৪) শুরু হচ্ছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। ওইদিন সকালে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

উদ্বোধনের আগের দিন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে মেলার শেষ সময়ের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি। 

বাণিজ্য প্রতিমন্ত্রী মেলার মূল ছাউনির হল ‘এ’ তে ইলেকট্রনিক্স উৎপাদনকারীদের প্যাভিলিয়ন ঘুরে দেখেন। সেসময় আহসানুল ইসলাম এর সঙ্গে কথা বলেন ভিসতা ইলেকট্রনিক্স এর চেয়ারম্যান শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ। এসময় প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে নিবন্ধিত বাংলাদেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিক্স। দেশের সর্বোচ্চ মানের ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ভিসতা শিগগিরই বিশ্ববাজারে রপ্তানি হতে যাচ্ছে বলে প্রতিমন্ত্রীকে জানানো হয়।

 


রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র তথ্য কর্মকর্তা ফরিদ আহমেদ জানান , প্রায় সব প্যাভিলিয়ন, স্টল বরাদ্দ হয়েছে। আশা করছি মেলা জাজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘মেলার প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের মেলায় কত টাকা রাজস্ব আহরণ হবে তা এই মুহূর্তে বলা যাবে না। মেলা শেষ হলে বোঝা যাবে।’

উল্লেখ্য, মেলার আয়োজক হিসেবে রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]