চীনে স্কুল ছাত্রাবাসে আগুন, ১৩ প্রাণহানি


ঢাকা বিজনেস ডেস্ক , : 20-01-2024

চীনে স্কুল ছাত্রাবাসে আগুন, ১৩ প্রাণহানি

চীনের কেন্দ্রীয় হেনান প্রদেশের এক স্কুল ছাত্রাবাসে ভয়াবহ আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টায় হেনানের ইয়ানশানপু গ্রামের ইংচাই স্কুল ছাত্রবাসে এই দুর্ঘটনা ঘটে।  দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিনহুয়া বলছে, শুক্রবার রাত ১১টায় হেনানের ইয়ানশানপু গ্রামের ইংচাই স্কুলে যে আগুন লাগে, তা স্থানীয় আগুন নির্বাপক বিভাগে জানানো হয়। সংবাদমাধ্যমটি ১৩ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। সেইসঙ্গে একজন আহত হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে আসে এবং রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। 

তবে ঠিক কী কারণে অগিকাণ্ড হলো তা নিয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। এনিয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]