২০২৫ সাল থেকে নতুন পাঠ্যক্রমে পাঠদান


নিজস্ব প্রতিবেদক , : 21-01-2023

২০২৫ সাল থেকে নতুন পাঠ্যক্রমে পাঠদান

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘২০২৫ সাল থেকে নতুন পাঠ্যক্রমে পাঠদান করা হবে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। সেজন্য শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে। পড়ালেখাসহ সব কাজে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ পাবে।’

শুক্রবার (২০ জানুয়ারি) পুরান ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ‘মিশন উইথ এ ভিশন’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু বলেন, ‘আমরা চাই শিক্ষাব্যবস্থায় রূপান্তর আনতে আর সে পথেই হাঁটছি। আমরা এখন খুব সহজেই দেশের যে কোনো অঞ্চলের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারি। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চল বলে কিছু নেই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জ্বল প্লাসিড পেরেইরা, দ্য গ্রেগরিয়ান সোসাইটির প্রেসিডেন্ট ইউসুফ রাহমান, সৈয়দ এ হাবিবসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। আমার পরিবারের সদস্যরাও এ প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করেছে, সেই সুবাদে আমি এই প্রতিষ্ঠানকে আমার নিজের প্রতিষ্ঠান বলেও মনে করি।’ 

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com