গাজীপুরে জয়দেবপুরে তুরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত


ঢাকা বিজনেস ডেস্ক , : 17-01-2024

গাজীপুরে জয়দেবপুরে তুরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত

ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের জয়দেবপুর স্টেশনে তুরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে।   বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলি  এই তথ্য জানিয়েছেন।

স্টেশন মাস্টার বলেন, ‘জয়দেবপুর জংশনের ধীরাশ্রম এলাকা থেকে ট্রেন ঘুরে জংশনে আসার কথা ছিল। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

স্থানীয়রা জানান, সকালে তুরাগ কমিউটার ট্রেনটি ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে এটি লাইনচ্যুত হয়। তবে ট্রেনের গতি খুবই কম থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। লাইনম্যান সিগনাল দেওয়ার আগেই চালক ট্রেন চালাতে শুরু করেন। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়।


 



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]