পুঁজিবাজারের উন্নয়নে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান


স্টাফ রিপোর্টার , : 16-01-2024

পুঁজিবাজারের উন্নয়নে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেছেন, দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা থেকে উত্তোরনের জন্য বাজার সংশ্লিষ্ট সকল পক্ষকে এগিয়ে আসতে হবে। যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমাদের উদ্দেশ্য পুঁজিবাজারকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া। এজন্য সবার সহযোগিতা চাই। মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউজ ও ডিএসই এদের মধ্যে একটি সমন্বয় থাকতে হবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের নব-নির্বাচিত প্রেসিডেন্ট মাজেদা খাতুন-এর নেতৃত্বে ১০ সদস্যের কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

ডিএসই চেয়ারম্যান বলেন, ‘আমরা সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে যে-কোনো সমস্যা সমাধান করতে চাই। পুঁজিবাজারের অন্যতম স্টেকহোল্ডার হলো মার্চেন্ট ব্যাংক। পুঁজিবাজারের উন্নয়নে আপনাদের দায়িত্ব অনেক। পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে কমিউনিকেশন বাড়ানোসহ প্রয়োজনীয় রুলস রেগুলেশন্স পরিবর্তন করার বিষয়ে আমরা কাজ করছি। বাজারের উন্নয়নের জন্য সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ডিএসই, মার্চেন্ট ব্যাংক এবং ডিবিএ একসঙ্গে কাজ করে তাহলে এগিয়ে যাওয়ার পথ সুগম হবে বলে আমি বিশ্বাস করি।’

ট্যাক্স বিষয়ে তিনি বলে,‘আমরা এনবিআর, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বসে পুঁজিবাজারের স্বার্থে প্রাসঙ্গিক সমস্যাগুলো দুর করার চেষ্টা করছি।’

এছাড়াও তিনি পলিসিগত যেসব পরিবর্তন আনতে হবে সেসব বিষয়ে সকলে মিলে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি আরও বলেন, ‘মার্কেটের অস্বাভাবিকতাগুলো আমরা খতিয়ে দেখছি। আইপিও নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের হতাশা সৃষ্টি হয়েছে। আইপিও রিলেটেড কি ধরণের পরিবর্তন আনতে হবে সে বিষয়টিও আমরা দেখছি।’

মার্চেন্ট ব্যাংকগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সচেতনতামূলক কর্মসূচি জোরদার করতে হবে। বিভিন্ন পক্ষের সঙ্গে সুনির্দিষ্ট ইস্যু নিয়ে কথা বলতে হবে। নতুন নতুন কর্মপরিকল্পনা নিয়ে তিনি সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

ডিএসই'র চেয়ারম্যান বাজারে নতুন আইপিও ও নতুন প্রোডক্ট আনার ব্যাপারে জোর তাগিদ দেন। সেই সঙ্গে তিনি বিএমবিএ'র সদস্যদের প্রতি আহবান জানান, ডিএসইকে গঠনমূলক মতামত ও পরামর্শ দিয়ে সহযোগিতা করার।



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com