উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা শেষ জানুয়ারি: ইসি


ঢাকা বিজনেস ডেস্ক , : 16-01-2024

উপজেলা  নির্বাচনের তফসিল ঘোষণা শেষ জানুয়ারি: ইসি

জানুয়ারির শেষ সপ্তাহে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচন শেষের ১০ দিনের মধ্যেই উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করা হয়েছে। এবারও ৫-৭ ধাপে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ফেব্রুয়ারিতে এসএসসি, মার্চে রোজা শুরু ও এপ্রিলে ঈদের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

এর আগে গত শনিবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘উপজেলা নির্বাচনের বিষয়ে সচিবালয়ের পক্ষ থেকে প্রস্তুতি রাখা হয়েছে। প্রথম ধাপে নির্বাচন করা যায় এমন অন্তত ১০০ উপজেলার তালিকা প্রস্তুত রয়েছে। জানুয়ারি শেষ সপ্তাহে উপজেলার প্রথম ধাপের নির্বাচনের তফসিল হতে পারে।’

দেশে বর্তমানে ৪৯৫ উপজেলা পরিষদ রয়েছে। ২০১৯ সালের ১০ মার্চ নির্বাচন শুরু হয়ে। জুনে অনুষ্ঠিত সেই নির্বাচন ৫ ধাপে শেষ হয়।

আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী ৫ বছর। আর নির্বাচন করতে হয় মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে। সে অনুযায়ী এরই মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com