আমি ওয়াদা মতো কাজ করে যাচ্ছি: সালমান এফ রহমান


স্টাফ রিপোর্টার , : 15-01-2024

আমি ওয়াদা মতো কাজ করে যাচ্ছি: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, ‘আমি আপনাদের নির্বাচনের আগে কথা দিয়েছিলাম দোহার-নবাবগঞ্জ হবে বাংলাদেশের মধ্যে দুটি স্মার্ট উপজেলা। আমি আমার দেওয়া ওয়াদামতো কাজ করে যাচ্ছি, শিগগিরই রেজাল্ট পাবেন।’ সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার দোহার উপজেলার বণিক সমিতি ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। 

দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে দোহার-নবাবগঞ্জের সাধারণ মানুষের কাছে ছুটে যান সালমান এফ রহমান। দুই উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। তুলে ধরেন নির্বাচনি প্রতিশ্রুতির কথা।

সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, আর আমাদের প্রধামন্ত্রীর স্বপ্ন স্মার্ট সোনার বাংলা গড়া। আমরা সবাই প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নের সর্বাত্মক সহযোগিতা করবো।’

দোহার-নবাবগঞ্জবাসীর কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল পদ্মার ভাঙন। সেই ভাঙনরোধে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে দোহারে পদ্মা নদীতে ৩২ কিলোমিটার বাঁধ দেওয়ার প্রকল্প পরিদর্শন করেন সালমান এফ রহমান। কাজের অগ্রগতির খোঁজ-খবর নেওয়ার সঙ্গে সঙ্গে দেন দিকনির্দেশনাও। সালমান এফ রহমানের সামনে এই প্রকল্পের নানা দিক তুলে ধরেন প্রকল্প পরিচালক।

এর আগে, উপজেলার মুকসোদপুর, নারিশা, সুতারপাড়া, বিলাশপুর ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সালমান এফ রহমান।

ঢাকা বিজনেস/এনই/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]