সুপারকোপার শিরোপা রিয়াল মাদ্রিদের


ঢাকা বিজনেস ডেস্ক , : 15-01-2024

সুপারকোপার শিরোপা রিয়াল মাদ্রিদের

সুপারকোপা দে স্পানার ফাইনালে দুর্দান্ত ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদ। দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র একাই উড়িয়ে দিয়েছেন বার্সেলোনাকে। 

তার হ্যাটট্রিক ও আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো গোয়েস গোল করে কাতালানদের ৪-১ গোলে হারিয়েছে। ঘরে তুলেছে মৌসুমের প্রথম শিরোপা সুপারকোপা।   রোববার (১৪ জানুয়ারি) রাতে সৌদি আরবের আল আওয়াল স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করার সুযোগ হারান রিয়াল তারকা ভিনিসিয়াস।

তবে ৭ মিনিটে পাওয়া সুযোগ হারাননি তিনি। মাঝ মাঠ থেকে জুড বেলিংহামের বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে জালে বল পাঠিয়ে দেন এই তরুণ।  কিছু বুঝে ওঠার আগে জাভির দল দ্বিতীয় গোল হজম করে।

এবারও গোল করেন ভিনিসিয়াস। তবে ওই গোলে অসাধারণ অবদান রাখেন রদ্রিগো গোয়েস। তাকে মাঝ মাঠের নিচ থেকে বল বাড়ান রিয়াল ডিফেন্ডার কারভাহাল। দৌড়ে বল ধরে বক্সে ঢুকে পড়েন রদ্রিগো। চাইলে তিনি গোলে শট নিতে পারতেন। তবে গোল নিশ্চিত করতে গোলের ঠিক মুখে ভিনিকে পাস দেন তিনি।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com