গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার গণতন্ত্রের জন্য ক্ষতিকর: তথ্য প্রতিমন্ত্রী


ঢাকা বিজনেস ডেস্ক , : 14-01-2024

গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার গণতন্ত্রের জন্য ক্ষতিকর: তথ্য প্রতিমন্ত্রী

মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহারে কঠোর সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ. আরাফাত। তিনি বলেন, অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ নিয়ে যদি কোনো গোষ্ঠী অপপ্রচার ও মিথ্যাচার করে, সেটি গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। এই ধরনের অপতৎপরতাকে জবাবদিহির আওতায় আনা  নিশ্চিত করা হবে।’ রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রী আরাফাত দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী  বলেন, ‘তথ্যের অবাধ প্রবাহ এবং মতপ্রকাশের স্বাধীনতা এই বিষয়গুলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অংশ। দেশের অগ্রগতি ও গণতন্ত্রের স্বার্থে এটি নিশ্চিত আমরা করেছি।  আগামী দিনেও তা বজায় রাখতে চাই। কিন্তু এর অপব্যবহার করে অসত্য অপপ্রচার চালানো, মানুষকে ধোঁকা দেওয়া মানুষের ওপর অবিচার।’

মোহাম্মদ এ. আরাফত বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে বিশ্বব্যাপী যে মিস-ইনফরমেশন ক্যাম্পেইন বা অপপ্রচার হচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগুলোকে জবাবদিহিতার আওতায় এনে তথ্যের অবাধ প্রবাহ কিভাবে আরও সুন্দর করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আগামী দিনে কাজ করতে চাই। সাবেক তথ্যমন্ত্রী মহোদয়ের কাছ থেকেও আমরা পরামর্শ নেবো’  


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]