চোখের চিকিৎসা করাতে লন্ডন যাচ্ছেন সাকিব আল হাসান। রোববার (১৪ জানুয়ারি) তিনি লন্ডন যাচ্ছেন। বিপিএল শুরুর আগেই তার ফিরে আসার কথা। বিসিবির মেডিক্যাল বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
লন্ডনের বিমান ধরার আগে রোববার সাকিব তার বিপিএলের দল রংপুর রাইডার্সের সঙ্গে অনুশীলন করেন। সেখানে সাকিবকে চশমা পরে ব্যাটিং করতে দেখা গেছে।
গত অক্টোবর-নভেম্বরে ভারতে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও চোখের সমস্যা ভুগিয়েছে সাকিবকে। স্নায়ুর চাপের কারণে চোখের রেটিনার সমস্যা হচ্ছিল তার। এজন্য ব্যাটিংয়ের সময় সাকিবের সমস্যা হচ্ছিল।
এ নিয়ে বিশ্বকাপের সময় দুই দফা ভারতে চিকিৎসক দেখিয়েছেন সাকিব। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে গিয়েও চোখের চিকিৎসক দেখিয়েছেন।
জানা গেছে, এবারের বিপিএলের আগে আবার নতুন করে একই সমস্যায় পড়েছেন তিনি। এর মধ্যে ঢাকায় দুজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়েছেন। চিকিৎসাও চলছে। তবে সমস্যার সমাধান হচ্ছে না। সে জন্যই শেষপর্যন্ত দেশের বাইরে যেতে হচ্ছে।