স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স: স্বাস্থ্যমন্ত্রী


ঢাকা বিজনেস ডেস্ক , : 14-01-2024

স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্সনীতি অবলম্বন করা হবে বলে মন্তব্য করেছেন  স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।  রোববার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো সমস্যায় পড়লে প্রধানমন্ত্রী তাকে ফোন করার কথা বলেছেন। সমস্যায় পড়লে আমি তাই করব। স্বাস্থ্যখাতের দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।

ডা. সামন্ত লাল আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলে কিভাবে ভালো চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে কাজ করে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকায় রোগীদের চাপ কমাতে স্বাস্থ্য সেবা বিকেন্দ্রীকরণ করা হবে। আন্তরিকতার সঙ্গে কাজ করলে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। সবার সঙ্গে বসে পরিকল্পনা করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মন্ত্রীর দরজায় প্রটোকল লাগবে না। সবার জন্য উন্মুক্ত থাকবে। দেশের প্রতিটি হাসপাতাল পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করে নতুন করে পরিকল্পনা করা হবে।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]