তদন্তের পর জানা যাবে মোল্লাবাড়ি বস্তির আগুন নাশকতা, না দুর্ঘটনা: ডিএমপি


ঢাকা বিজনেস ডেস্ক , : 13-01-2024

তদন্তের পর জানা যাবে মোল্লাবাড়ি বস্তির আগুন নাশকতা, না দুর্ঘটনা: ডিএমপি

রাজধানীর এফডিসি গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তির আগুনের ঘটনা তদন্ত করা হবে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, তদন্তের পর জানা যাবে, মোল্লাবাড়ি বস্তির আগুনের ঘটনা নাশকতা, না কি দুর্ঘটনা। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

হাবিবুর রহমান বলেন, ‘এখনো আগুন লাগার সুস্পষ্ট কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস হয়তো সেটির তদন্ত সাপেক্ষে তাদের রিপোর্ট দিতে পারে। তারা তদন্ত করবে। তদন্ত করে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়টি বোঝা যাবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘বস্তির মালিকানা পার্শ্ববর্তী একটি বাড়ির মালিকের। তিনি এখানে কিছু বস্তির মতো ঘর করে ভাড়া দিতেন। এখান থেকে বের হওয়ার মতো তেমন কোনো রাস্তা নেই। বের হয়েই দেখা যায় রেললাইন। এখানে কোনো সড়কের সঙ্গেও সংযোগ নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা।’



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com