চমৎকার মন্ত্রিসভা হয়েছে: হাছান মাহমুদ


ঢাকা বিজনেস ডেস্ক , : 11-01-2024

চমৎকার মন্ত্রিসভা হয়েছে:  হাছান মাহমুদ

নতুন মন্ত্রিসভা যথাযথ হয়েছে বলে মন্তব্য করেছেন একাদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘অবশ্যই চমৎকার মন্ত্রিসভা হয়েছে।’ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে তিনি এই মন্তব্য করেন।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে  ড. হাছান মাহমুদ বলেন,  ‘প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ।  বিচক্ষণতার সঙ্গে বিবেচনা করে তিনি মন্ত্রিসভা  সাজিয়েছেন।’ 

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী যখন যে দায়িত্ব আমাকে  দিয়েছেন, সেটি আমি নিষ্ঠার সঙ্গে পালন  করেছি। গতবার তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন, সেটি আমি নিষ্ঠা, সততার সঙ্গে পালন করেছি। এখন যে মন্ত্রণালয়েই দিন, আমি নিষ্ঠা, আমার একাগ্রতা, সমস্ত প্রচেষ্টা দিয়ে সে দায়িত্ব পালন করবো।’

/ঢাকা বিজনেস/



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]