টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন দুজন


ঢাকা বিজনেস ডেস্ক , : 11-01-2024

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন দুজন

নতুন সরকারে টেকনোক্র্যাট কোটায় থাকছেন দুজন মন্ত্রী। তারা হলেন—স্থপতি ইয়াফেস ওসমান ও ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার  (১১ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করানো হবে।  বুধবার (১০ জানুয়ারি) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। 

স্থপতি ইয়াফেস ওসমান এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।  অন্যদিকে ডা. সামন্ত লাল সেন বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিনের মাথায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। 

  


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com