বেলগোরোদ থেকে ৩০০ জনকে সরিয়ে নিয়েছে রাশিয়া


ঢাকা বিজনেস ডেস্ক , : 08-01-2024

বেলগোরোদ থেকে ৩০০ জনকে সরিয়ে নিয়েছে রাশিয়া

কিয়েভের হামলার কারণে ইউক্রেনের সীমান্তবর্তী নগরী বেলগোরোদ থেকে প্রায় ৩০০ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে রাশিয়া। অঞ্চলের গভর্নর সোমবার (৮ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন। একইদিন ফরাসি বার্তাসংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বেলগোরোদ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, ‘বেলগোরোদের সাময়িকভাবে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রায় ৩০০ বাসিন্দাকে। তারা এই মুহূর্তে স্টারি ওস্কোল, গুবকিন ও কোরোচানস্কি জেলার অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।’ 

/ঢাকা বিজনেস/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com