পাকিস্তানে যাত্রীবাহী কোচে হামলা, নিহত ৪


ঢাকা বিজনেস ডেস্ক , : 07-01-2024

পাকিস্তানে যাত্রীবাহী কোচে হামলা, নিহত ৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলায় সাদ্দা বাজারের কাছে  একটি যাত্রীবাহী কোচ ও গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নিরাপত্তা কর্মকর্তাও আছে।  রোববার (৭ জানুয়ারি) এই হামলার ঘটনা ঘটেছে।  দেশটির পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডনের  এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) মুহাম্মদ ইমরান  জানিয়েছেন, স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে বন্দুকধারীরা গাড়িতে হামলা চালিয়েছে। নিহতরা হচ্ছেন ল্যান্স নায়েক গুলাম মুস্তাফা, ফ্রন্টিয়ার কন্সটাবুলারি সেনা আব্দুল কাদির খান। এ ছাড়া আরও একজন নারী এবং গাড়ির চালক রহমান আলি নিহত হয়েছেন।

ইমরান আরও বলেছেন, অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা হচ্ছে।

গত মাসে গিলগিট বালতিস্তানের চিলাসে এক যাত্রীবাহী বাসে হামলায় নয় জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com