নির্বাচনি অপরাধ দমনে মাঠে ৬৫৩ ম্যাজিস্ট্রেট


ঢাকা বিজনেস ডেস্ক , : 05-01-2024

নির্বাচনি অপরাধ দমনে মাঠে ৬৫৩ ম্যাজিস্ট্রেট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের  আগের দুই দিন, ভোটের দিন ও ভোটগ্রহণের পরের দুই দিন সারাদেশে নির্বাচনি অপরাধ দমনে মাঠে নেমেছেন ৬৫৩ জন ম্যাজিস্ট্রেট। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল থেকে তারা মাঠে নেমেছেন। নির্বাচন কমিশন (ইসি) থেকে এই তথ্য জানানো হয়েছে।

ইসি জানায়, নির্বাচনি এলাকায় ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুই দিন (৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য দায়িত্ব পালন করতে বলা হয়।

ম্যাজিস্ট্রেটরা সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করে সংশ্লিষ্ট সবাইকে জানাবেন। 

ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনকালে কোনো নির্বাচনি অপরাধ বিচারার্থে আমলে নেওয়া হলে তৎমর্মে প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) পাঠাবেন। 

ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনকালে একজন বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন।  


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com