দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও আরেক শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সদ্য বিদায়ী সপ্তাহে (১ জানুয়ারি-০৪ জানুয়ারি) টাকার অঙ্কে মোট লেনদেন কমেছে। ডিএসইতে বাজার মূলধন সামান্য বেড়েছে। ডিএসই-সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, দেশের প্রধান এই শেয়ারবাজারে সদ্য বিদায়ী সপ্তাহে বা আলোচিত সপ্তাহে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৫৯৭ কোটি টাকা। এর আগের সপ্তাহে (২৪ ডিসেম্বর-২৮ ডিসেম্বর) যা ছিল ২ হাজার ১৬ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন কমেছে ২০ দশমিক ৭৯ টাকা। গত সপ্তাহে প্রত্যেকদিন গড়ে লেনদেন হয়েছে ৫০৪ কোটি টাকা। আর আলোচিত সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৩৯৯ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে প্রত্যেকদিন গড়ে লেনদেন কমেছে ২০ দশমিক ৭৯ শতাংশ। ডিএসইতে মূল্য আয় অনুপাত (পি/ই) রেশিও গত সপ্তাহের তুলনায় সামান্য বেড়েছে। গত সপ্তাহে পি/ই রেশিও ছিল ১৩ দশমিক ১২ পয়েন্ট। আর আলোচিত সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ১৩ দশমিক ১৩ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে পি/ই রেশিও বেড়েছে ০ দশমিক ০১ পয়েন্ট। আলোচিত সপ্তাহে মোট ৪০৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশগ্রহণ করেছিল; যার মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৯৯টির এবং ২০১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল। আর ৩৪টি কোম্পানির কোনো লেনদেন হয়নি।
এদিকে ডিএসই প্রধান মূল্য সূচক (ডিএসইএক্স) গত সপ্তাহে ছিল ৬ হাজার ২৪৬ পয়েন্ট। আর আলোচিত সপ্তাহে তা হয়েছে ৬ হাজার ২৪৪ পয়েন্ট। এক্ষেত্রে সূচক কমেছে ২ পয়েন্ট। শতাংশের হিসেবে কমেছে ০ দশমিক ০৪ শতাংশ। ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহে ছিল ১ হাজার ৩৬৪ পয়েন্ট। আর আলোচিত সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬২ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১ পয়েন্ট। আর শতাংশের হিসেবে কমেছে ০ দশমিক ১০ শতাংশ। তবে গত সপ্তাহের তুলনায় ডিএসই৩০ সূচক কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ডিএসই৩০ সূচক ছিল ২ হাজার ৯৩ পয়েন্ট। আর বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ২ হাজার ৯৪ পয়েন্ট। এক্ষেত্রে সূচক বেড়েছে ০ দশমিক ৪৩ পয়েন্ট। আর শতাংশের হিসেবে ০ দশমিক ০২ শতাংশ বেড়েছে।
আলোচিত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কিছুটা বেড়েছে। গত সপ্তাহে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮০ হাজার ৮৪৯ কোটি ৬৩ লাখ ১০ হাজার ৬৭৩ টাকা। বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ৭ লাখ ৮১ হাজার ৭৯ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৮০৯ টাকা। এক্ষেত্রে বাজার মূলধন বেড়েছে ২৩০ কোটি ৩ লাখ ৬২ হাজার ১৩৬ টাকা। শতাংশের হিসেবে বেড়েছে ০ দশমিক ০৩ শতাংশ।
ডিএসই সূত্রে আরো জানা গেছে, বিদায়ী সপ্তাহে শেয়ারের সমাপনি দর (ক্লোজিং প্রাইজ) অনুযায়ী টপটেন গেইনারের তালিকায় থাকা কোম্পানিগুলো হলো রুপালি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি, ইয়াকিন পলিমার, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি, ইস্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পনি, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১ ও কি অ্যান্ড কিউ। আর সমাপনি দর অনুযায়ী টপটেন লুজারের তালিকায় থাকা কোম্পানিগুলো হলো আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, অলিম্পিক এক্সেসোরিজ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, প্যাসিফিক ডেনিমস, আফতাব অটোমোবাইলস, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ।
এদিকে সিএসই সূত্রে জানা গেছে, দেশের দ্বিতীয় এই শেয়ারবাজারে গত সপ্তাহে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৬ কোটি ৭০ লাখ ১৮ হাজার ৪৫৬ টাকা। আর সদ্য বিদায়ী সপ্তাহে তা হয়েছে ৩১ কোটি ১৩ লাখ ৯২ হাজার ২৯৫ টাকা। এক্ষেত্রে মোট লেনদেন কমেছে ১৫ কোটি ৫৬ লাখ ২৬ হাজার ১৬১ টাকা। সিএসইতে মোট ২৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশগ্রহণ করেছিল; যারমধ্যে লেনদেন বেড়েছে ৪৩টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত ছিল ১৫৩টির। সিএসই প্রধান মূল্য সূচক-সিএএসপিআই গত সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহে কমেছে ০ দশমিক ০৬ শতাংশ, সিএসই৩০ সূচক বেড়েছে ০ দশমিক ০১৫ শতাংশ, সিএসসিএক্স কমেছে ০ দশমিক ০৭ শতাংশ, সিএসই৫০ সূচক কমেছে ০ দশমিক ০৩ শতাংশ, সিএসআই কমেছে ০ দশমিক ১১ শতাংশ এবং সিএসইএসএমইএক্স বেড়েছে ০ দশমিক ০৯ শতাংশ।
এদিকে সিএসইতে সমাপনি দর অনুযায়ী টপটেন গিইনারের তালিকায় কোম্পানিগুলো হলো অ্যাগ্রো অর্গানিকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি, রুপালি ইন্স্যুরেন্স কোম্পানি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও ইয়াকিন পলিমার। আর সমাপনি দর অনুযায়ী টপটেন লুজারের তালিকায় থাকা কোম্পানিগুলো হলো আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্টএমএফ, অলিম্পিক এক্সেসোরিজ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, আফতাব অটোমোবাইলস, মাস্টার ফিড অ্যাগ্রোটেক, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১, আইসিবি ইএমপিএল প্রোভ এমএফওয়ান স্কিমওয়ান, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএলএমএফ, প্যাসিফিক ডেনিমস ও ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস।
ঢাকা বিজনেস/তারেক/এনই